এদিন বিকেলে বীরপাড়া চা বাগানের বোধিবাড়ি লাইন এলাকার বাসিন্দা জগদীশ ধানোয়ার তাঁর বাড়ির সামনে বসেছিলেন। অভিযোগ, সে সময় এলাকারই এক যুবক রুবেন মুণ্ডা তরোয়াল নিয়ে হাজির হন তাঁর সামনে।
আরও পড়ুন: মোকার তাণ্ডবলীলার আতঙ্ক! পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা, দিঘায় শুরু প্রস্তুতি, রইল ভিডিও
আরও পড়ুন: ফের গরমের অশনি সংকেত কদিন বাদে, তার আগেই স্বস্তির বৃষ্টি এই জেলায়, জানুন ওয়েদার আপডেট
advertisement
কিছু বুঝে ওঠার আগেই যুবক নাকি জগদীশের উপর চড়াও হন। এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় জগদীশের। বীরপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ইতিমধ্যেই অভিযুক্ত রুবেন মুণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চার বছর আগে রুবেন মুণ্ডার বাবার মৃত্যু হয়। রুবেন মুণ্ডার সৎ মাকে বিয়ে করেছিলেন প্রয়াত জগদীশ। রুবেন মুণ্ডা মনে করতেন, তাঁর বাবার মৃত্যুর জন্য জগদীশ দায়ী। সেই জন্য জগদীশের উপর ক্ষোভ ছিল রুবেন মুণ্ডার। প্রতিশোধ নিতেই এই ঘটিয়েছেন বলে সন্দেহ পুলিশের।
Annanya Dey