এই যাত্রা শুরু করার সময় সে বলে যে ছোটবেলা থেকেই তার এই স্বপ্ন ছিলো যে তিনি কেদারনাথে সাইকেলে করে যাবেন, এই বিষয়ে তিনি বিভিন্ন মানুষকে সঙ্গে যাওয়ার কথা বললে কেউ রাজি না হওয়ার কারণে অবশেষে একাই সাইকেল নিয়ে কেদারনাথের পথে রওনা দিলেন তিনি আজ। বাবা ভোলানাথের দর্শন পেতে একমাত্র সাইকেল চালিয়ে এতটা দূরত্ব অতিক্রম করবেন। কোনও স্পনসর নেই। একাই রওনা দিলেন। তার যাত্রায় হাজির ছিলেন গ্রামবাসীরা। বাবা ভোলানাথের প্রতি ভক্তি। তাই সাইকেল নিয়ে রওনা দিলেন ওই যুবক।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে হাতির দল মাদারিহাটে, ক্ষয়ক্ষতি চাষের জমিতে
কতদিন লাগবে? হঠাৎ সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা কেন তা তিনি খোলসা করেননি। সাফ জানিয়েছেন,ইচ্ছে ছিল যাওয়ার তাই যাচ্ছেন। এদিকে এলাকার যুবকেরা তাকে যথেষ্ট সহায়তা করেছে বলে জানা যায়।এলাকার জনাকয়েক যুবক আর্থিকভাবে তাকে সাহায্য তুলে দিয়েছেন। জ্যোতিষের কেদারনাথ যাত্রা সফল হবে,এই আশা রাখছেন তিনি। এছাড়াও এলাকার যুবকেরা জানিয়েছেন জ্যোতিষের ব্যাঙ্ক ডিটেইলস নিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে আরও সাহায্য তাকে পাঠানো হবে বলে জানান হয়েছে যুবকদের তরফে।
Annanya Dey