ঘটনাটি কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের। মৃত ব্যক্তির নাম কিরণ সুব্বা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার পরিবার সূত্রে খবর, ভোরের দিকে কিরণ সুব্বা বাড়ির বাইরে গিয়েছিলেন। সেসময় এলাকায় ঘুরতে থাকা এক বুনো হাতি তার ওপর হামলা চালায়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কালচিনি থানার পুলিশ। গত জুলাই মাস থেকে রাস্তায় হাতির হানায় প্রাণ গেল চার। ঘটনায় শোকের ছায়া নেমে আসে আলিপুরদুয়ার জেলার মারাখাতা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাজ শেষে বাজার নিয়ে ফিরছিলেন বুধুরাম টুডু। মারাখাতা জঙ্গলে অন্ধকার থাকায় হাতির উপস্থিতি বুঝতে পারেননি বুধুরাম টুডু।
advertisement
আরও পড়ুনঃ দক্ষিণ লতাবাড়ি এলাকায় ধানের জমি পরিদর্শন ব্লক কৃষি আধিকারিকের
হাতির সামনে পরে যাওয়ায় মৃত্যু হয়েছে তার। স্থানীয়রা বুধুরাম টুডুর রক্তাক্ত দেহ দেহ মারাখাতা জঙ্গলের পাশে দেখতে পান। এরপরেই খবর দেওয়া কামাখ্যাগুড়ি ফাঁড়িতে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কামাখ্যাগুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। স্থানীয়দের মতে, গত কয়েকদিন থেকে এলাকায় হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সোমবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি হাতি মারাখাতা এলাকায় বেরিয়ে আসে। হাতিটিকে দেখেই সতর্ক হয়ে যান এলাকাবাসীরা। এলাকায় কোনও ক্ষয়ক্ষতি না করলেও মারাখাতার জঙ্গলের দিকে চলে যায় হাতিটি। কিন্তু জঙ্গলের রাস্তায় বুধুরামকে একা পেয়ে তার ওপর আক্রমণ চালায় হাতিটি। মাঝে মধ্যেই হাতির দল বক্সার জঙ্গল থেকে বেরিয়ে প্রবেশ করে সংকোষ নদীর তীরবর্তী অসম সীমানা সংলগ্ন মাঝের ডাবরী এলাকায়।
আরও পড়ুনঃ অন্ধকার দুনিয়া থেকে চা বাগানের শিশুদের আলোর পথ দেখাতে নিমেষের হাতিয়ার বই
যদিও কোনও ক্ষয়ক্ষতি করেনি দুটি হাতি। দুটি হাতিকে এলাকায় দাপিয়ে বেড়াতে দেখে আতঙ্কিত হন স্থানীয়রা। কখন কার বাড়িতে ক্ষতি করবে হাতিগুলি কেউ জানতেন না। এলাকার একটি বাড়ির দিকে যেতে দেখা গিয়েছিল হাতি দুটিকে। তবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। হাতি দুটি এলাকাবাসীদের ধানের ক্ষেতে দেখা যায়। হাতি দেখতে ভীড় জমে যায় এলাকায়। হাতির বের হওয়ার খবর দেওয়া হয় বনদফতরে। বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে বনকর্মীদের টিম চলে আসে এলাকায়। হাতির কাছাকাছি না যাওয়ার জন্য এলাকাবাসীদের সতর্ক করেন বনকর্মীরা। পরবর্তীতে বনকর্মীদের প্রয়াসে হাতি দুটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে।
Annanya Dey