TRENDING:

Alipurduar: মাছ ধরতে গিয়ে হাতির পায়ের তলায়! প্রাণ হারালেন এক ব্যক্তি

Last Updated:

জঙ্গলের ভিতরে মাছ ধরতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়ার জঙ্গলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : জঙ্গলের ভিতরে মাছ ধরতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়ার জঙ্গলে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, কয়েকজন মিলে জঙ্গলের ভিতরে তারা মাছ ধরতে যাচ্ছিল। সেই সময় সাইকেলে যাওয়ার সময় একটি বুনো হাতি দুইজনের উপরে আক্রমণ করে তাঁদের উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম নারায়ন ঘোষ। তার বয়স ৬২ বছর। আরেকজন আহত ব্যক্তিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গত মাসে হাতির হানায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের।
advertisement

 

 

ঘটনাটি কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের। মৃত ব্যক্তির নাম কিরণ সুব্বা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার পরিবার সূত্রে খবর, ভোরের দিকে কিরণ সুব্বা বাড়ির বাইরে গিয়েছিলেন। সেসময় এলাকায় ঘুরতে থাকা এক বুনো হাতি তার ওপর হামলা চালায়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে কালচিনি থানার পুলিশ। গত জুলাই মাস থেকে রাস্তায় হাতির হানায় প্রাণ গেল চার। ঘটনায় শোকের ছায়া নেমে আসে আলিপুরদুয়ার জেলার মারাখাতা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাজ শেষে বাজার নিয়ে ফিরছিলেন বুধুরাম টুডু। মারাখাতা জঙ্গলে অন্ধকার থাকায় হাতির উপস্থিতি বুঝতে পারেননি বুধুরাম টুডু।

advertisement

আরও পড়ুনঃ দক্ষিণ লতাবাড়ি এলাকায় ধানের জমি পরিদর্শন ব্লক কৃষি আধিকারিকের

 

 

হাতির সামনে পরে যাওয়ায় মৃত্যু হয়েছে তার। স্থানীয়রা বুধুরাম টুডুর রক্তাক্ত দেহ দেহ মারাখাতা জঙ্গলের পাশে দেখতে পান। এরপরেই খবর দেওয়া কামাখ্যাগুড়ি ফাঁড়িতে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কামাখ্যাগুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। স্থানীয়দের মতে, গত কয়েকদিন থেকে এলাকায় হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সোমবার রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি হাতি মারাখাতা এলাকায় বেরিয়ে আসে। হাতিটিকে দেখেই সতর্ক হয়ে যান এলাকাবাসীরা। এলাকায় কোনও ক্ষয়ক্ষতি না করলেও মারাখাতার জঙ্গলের দিকে চলে যায় হাতিটি। কিন্তু জঙ্গলের রাস্তায় বুধুরামকে একা পেয়ে তার ওপর আক্রমণ চালায় হাতিটি। মাঝে মধ্যেই হাতির দল বক্সার জঙ্গল থেকে বেরিয়ে প্রবেশ করে সংকোষ নদীর তীরবর্তী অসম সীমানা সংলগ্ন মাঝের ডাবরী এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ অন্ধকার দুনিয়া থেকে চা বাগানের শিশুদের আলোর পথ দেখাতে নিমেষের হাতিয়ার বই

 

 

যদিও কোনও ক্ষয়ক্ষতি করেনি দুটি হাতি। দুটি হাতিকে এলাকায় দাপিয়ে বেড়াতে দেখে আতঙ্কিত হন স্থানীয়রা। কখন কার বাড়িতে ক্ষতি করবে হাতিগুলি কেউ জানতেন না। এলাকার একটি বাড়ির দিকে যেতে দেখা গিয়েছিল হাতি দুটিকে। তবে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। হাতি দুটি এলাকাবাসীদের ধানের ক্ষেতে দেখা যায়। হাতি দেখতে ভীড় জমে যায় এলাকায়। হাতির বের হওয়ার খবর দেওয়া হয় বনদফতরে। বক্সা ব্যাঘ্র প্রকল্প থেকে বনকর্মীদের টিম চলে আসে এলাকায়। হাতির কাছাকাছি না যাওয়ার জন্য এলাকাবাসীদের সতর্ক করেন বনকর্মীরা। পরবর্তীতে বনকর্মীদের প্রয়াসে হাতি দুটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: মাছ ধরতে গিয়ে হাতির পায়ের তলায়! প্রাণ হারালেন এক ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল