Alipurduar: অন্ধকার দুনিয়া থেকে চা বাগানের শিশুদের আলোর পথ দেখাতে নিমেষের হাতিয়ার বই
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আমরা করব জয়,নিশ্চয়।এই গানটির সঙ্গে জুড়ে থাকা আত্মবিশ্বাসের বীজকে চা বাগানের প্রতিটি শিশুর মনে রোপণ করতে সফল হয়েছে নিমেষ লামা।
#আলিপুরদুয়ার : আমরা করব জয়,নিশ্চয়।এই গানটির সঙ্গে জুড়ে থাকা আত্মবিশ্বাসের বীজকে চা বাগানের প্রতিটি শিশুর মনে রোপণ করতে সফল হয়েছে নিমেষ লামা। অন্ধকার দুনিয়া থেকে আলোর দিশা দেখাতে এলাকাবাসীদের বই পড়ার মাধ্যমে সাহায্য করছে নিমেষ। যেদিকেই চোখ যায় শুধুই সবুজ আর সবুজ। চারপাশে ঘেরা চাবাগান। প্রখর রোদের মধ্যে দলে দলে কচিকাঁচা থেকে শুরু করে অনেকেই এক বিশাল আকার রেইন ট্রি র গাছের ছায়াতলে বসে মন ডুবিয়েছে বইয়ের পাতায়। সেই গাছের কান্ডেই বাধা দোলনা থেকেই ঝুলছে নানান রকমের বাহারি বই। গাছটির কান্ডের যতদূর হাত পৌঁছোয় ততটা জায়গা পর্যন্ত চার দিক বিভিন্ন বই দিয়ে মোড়ানো। মাঝেই ভেসে আসছে গিটার ও মাউথ অর্গানের সুর।
advertisement
বই পোকাদের কাছে এমন পরিবেশ যেন স্বপ্নের মত। জায়গাটা আলিপুরদুয়ারের কালচিনির ডিমা চা বাগানের ব্রিটিশ আমলে তৈরি ইউরোপীয়ান গল্ফ ক্লাবের মাঠ। ক্লাব ঘরটি কালের গর্ভে বিলিন হয়ে গেলেও ওই ইতিহাস জড়ানো মাঠটি এখনও অবিকল রয়ে গেছে। অথচ কিছুদিন আগেও দিনেদুপুরে ওই মাঠেই আবাধে বসতো মদ ও জুয়ার রমরমা আসর। কার্যত পুরো মাঠটাই চলে গিয়েছিল সমাজবিরোধীদের দখলে। এই দৃশ্য বারে বারেই মর্মাহত করতো এলাকারই কলেজ পড়ুয়া নিমেষ লামাকে। এই ঠেক ভাঙ্গার জন্য বারবার সে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন।
advertisement
তবে পুলিশি অভিযানও ওই ঠেক ভাঙতে প্রায় ব্যর্থ হয়। কিন্তু সহজে হাল ছাড়তে নারাজ ছিলেন কালচিনির এক যুবক নিমেষ লামা। সঙ্গেবন্ধুদের নিয়ে শিক্ষাকেই হাতিয়ার করে নেমে পড়েন ময়দানে। আর সেই ভাবনা থেকেই মূলত কালচিনিতে গড়ে উঠেছে ওই অভিনব গ্রন্থাগার। দিনের পর দিন পাঠকরা ওই গাছের নিচে ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করায় সবাার অলক্ষ্যেই এক সময় পিঠটান দিতে বাধ্য হয় এলাকায় সমাজ বিরোধীরা। ফলে মদ ও জুয়ার ঠেকও এখন অতিত। এমনকি মদ ও জুয়ার আসর বসতে দেখলে স্থানীয়রাই তাতে বাধা দেন। শুধু কী বইয়ের আসর? না, ওই গাছ গ্রন্থাগারকে ঘিরে বসে আবৃত্তি, নাটক,গান আর বিতর্কের আসর। যারও মধ্যমনি ও নিমেষ।
advertisement
গায়ের জোর না খাটিয়ে শুধুই অভিনব চিন্তাভাবনা নিয়ে এগোলে যে বাজিমাত করা যায়, নিমেষের ওই গাছ গ্রন্থাগার চাক্ষুষ না করলে বোঝা ভার। সবুজ ঘাসের গালিচাতে বসেই কেউ বা ডুব দেন রূপকথায়, আবার কেউ কবিতা-গল্প-উপন্যাসে। আর্থিক ভাবে সক্ষম না হয়েও প্রচুর বই সংগ্রহ করেছেন নিমেষ ও তাঁর কিছু সঙ্গী। বাংলা, হিন্দি, গোর্খালি ও ইংরেজি বই মেলে ওই গাছ গ্রন্থাগারে। আর যার ফল মিলেছে হাতের নাতে।।। এতে চা বাগান এলাকার শিশু-কিশোর পড়ুয়ারা যেমন উপকৃত হচ্ছে অন্যদিকে সমাজটাও নির্মল হয়েছে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
September 08, 2022 2:05 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: অন্ধকার দুনিয়া থেকে চা বাগানের শিশুদের আলোর পথ দেখাতে নিমেষের হাতিয়ার বই