সাধারণত দেখা যায় বন দফতরের অভিযানে অবৈধ কাঠ উদ্ধার হলেও পাচারকারীরা ধরা পড়ে না। কিন্তু মঙ্গলবার গভীর রাতের অভিযানে সাফল্য পেল বন দফতর। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কামাখ্যাগুড়ির বাংলা চৌপথি এলাকায় তারা অভিযান চালায়। দেখে পাচারের জন্য বিপুল পরিমাণ চোরাই শালকাঠ জড়ো করা হয়েছে। সেই কাঠ উদ্ধার করেছে বন দফতরে্য কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ। বাজেয়াপ্ত করেছে একটি গাড়িও। জানা গিয়েছে, চোরাই কাঠগুলো পাশের জেলা কোচবিহারের বক্সিরহাটে পাচার করা হচ্ছিল। জেরায় ধৃত পাচারকারী সব স্বীকার করেছে।
advertisement
আরও পড়ুন: যোগীর রাজ্যে পদক জিতে দিদির বাংলার মুখ উজ্জ্বল করল বৈদ্যবাটির তিন কন্যা
সূত্রের খবর, কাঠ পাচার হচ্ছে শুনে সাদা পোশাকে হানা দেয় বন দফতরের এক বিশেষ দল। এরপর উদ্ধার হয় বিপুল পরিমাণে শাল কাঠ। এই পাচারের ঘটনায় আলিপুরদুয়ার জেলার তপসিখাতা এলাকার যাদব রায় নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃত ব্যক্তিকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার উত্তম সরকার জানান,"লক্ষাধিক টাকার অবৈধ শালকাঠ উদ্ধার হয়েছে।একজন পাচারকারী গ্রেফতার হয়েছে। তাকে জিঞ্জাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আরও অনেকে পাচারের সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে।"
অনন্যা দে