Hooghly News: যোগীর রাজ্যে পদক জিতে দিদির বাংলার মুখ উজ্জ্বল করল বৈদ্যবাটির তিন কন্যা
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
বৈদ্যবাটির তিন স্কুলছাত্রী সিনিয়র ন্যাশনাল লেভেলের প্রতিযোগিতায় অংশ নিয়ে ব্রোঞ্জ জিতল। তাদের এই সাফল্যে গর্বিত সবাই
হুগলি: তিন কন্যার কৃতিত্বে মুগ্ধ হুগলির বৈদ্যবাটি। জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় বাংলার মুখ উজ্জ্বল করল হুগলির তিন তরুণী। উত্তরপ্রদেশের সাহারানপুরে আয়োজিত ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতল বৈদ্যবাসীর তামান্না, সৃজনা ও অর্পিতা। তাদের এই সাফল্যে খুশি পরিবার-পরিজন থেকে শুরু করে এলাকাবাসী সকলেই।
১২ তম ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় উত্তরপ্রদেশের সাহারানপুরের ইনডোর হল শিব মন্দিরে। এটি মার্শাল আর্টের একটি অংশ, যার উৎপত্তি হয়েছে উজবেকিস্তানে। মোট ২০ টি রাজ্য ও ৬০০ এর বেশি প্রতিযোগী এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ থেকে ১৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে। সেখানেই তিনটি পৃথক স্তরে পদক পায় বৈদ্যবাটির তামান্না পাল, সৃজনা সরকার ও অর্পিতা মণ্ডল।
advertisement
advertisement
তামান্না ৫৭ কেজি বিভাগে তৃতীয় হয়। সৃজনা ৪৮ কেজি বিভাগে ও অর্পিতা ৬৩ কেজি বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পায়। জানুয়ারি মাসের ১৬ তারিখে এই প্রতিযোগিতার শুরু হয়। ১৮ জানুয়ারি কুরাসে এই তিন বঙ্গকন্যা তৃতীয় স্থান অধিকার করে। এরা সকলেই বৈদ্যবাটির বাসিন্দা। আট-দশ বছর ধরে কোচ প্রবীর কুমার সিনহার কাছে প্রশিক্ষণ নিচ্ছে। এর আগে বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই বছর জুনিয়ার হয়েও তিন ছাত্রী সিনিয়র ন্যাশনালে অংশগ্রহণ করে।
advertisement
এই সাফল্য প্রসঙ্গে সৃজনা জানায়, সে ৬ বছর বয়স থেকে প্রশিক্ষণ নিচ্ছে। এর আগে রাজ্য স্তরে বহু সাফল্য পেয়েছে। আগামীদিনে আরও ভাল কিছু করার ইচ্ছা আছে তার।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 4:51 PM IST