তবে, এতে খালি দুজন জওয়ানকেই উদ্ধার করতে পারেন তারা। ভেসে যান এসএসবি কনস্টেবল বিজেন্দ্রর সিং। ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে তাকে উদ্ধার করেন এসএসবি-র জওয়ানরা। কালচিনির লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে বিভিন্ন নদীগুলির। বিশেষ করে ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভুটান পাহাড়ে বৃষ্টি এবং এলাকায় অনবরত বৃষ্টির কারণে জল বাড়ছে নদীগুলির। এই সময় নদীগুলি পার করা মুশকিল হয়ে যায় আমজনতার পক্ষে। স্রোত কোথায় বেশি কোথায় কম তা বুঝে ওঠা মুশকিল হয়ে যায়। তাই অনেক ক্ষেত্রে দেখা যায় নদীগুলি পার হতে চান না কেউই।
advertisement
আরও পড়ুনঃ খোঁজ নিতে গিয়েছিলেন বন্যা পরিস্থিতির! বিডিও-র সঙ্গেই ঘটল ভয়াবহ ঘটনা!
সেকারণে গৃহবন্দী হয়ে রয়েছেন অনেক মানুষ। বৃহস্পতিবার কালচিনির বিডিও ভেসে যাচ্ছিলেন নদী পার করতে গিয়ে। তবে ব্লক দপ্তরের অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। জয়ন্তীর ভুটিয়াবস্তির পাশ দিয়ে বয়ে যাওয়া নদী পার করতে গিয়েই এদিনই প্রাণ গেল এসএসবি জওয়ান বিজেন্দ্রর সিং-এর। কালচিনি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে খবর শুনে উপস্থিত হয়েছিলেন এসএসবি-র উচ্চপদস্থ আধিকারিকরা।
আরও পড়ুনঃ গাঙ্গুটিয়া নদীর ভাঙনে আতঙ্কিত এলাকার বাসিন্দারা
মৃত এসএসবি জওয়ান বিজেন্দ্রর সিং-এর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এসএসবি-র তরফে। তার পরিবারের সদস্যরা চলে এলে মৃতদেহ তাদের হাতে তুলে দেওয়া হবে। সহকর্মীকে হারিয়ে শোকাহত অন্যান্য জওয়ানেরা। কালচিনি থানার পুলিশ হাসপাতালে এসেছিল বলে জানা যায়। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এসএসবি-র উচ্চপদস্থ আধিকারিকরা।
Annanya Dey