TRENDING:

Alipurduar News: বৈদ্যুতিক উচ্চক্ষমতা সম্পন্ন টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যসীন যুবক

Last Updated:

প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে বৈদ‍্যুতিক হাইটেনশন টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন যুবককে নামাতে সক্ষম হল সিভিল ডিফেন্স ও দমকলের কর্মীরা। গতকাল সন্ধ্যা থেকে এই ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে বৈদ‍্যুতিক হাইটেনশন টাওয়ার থেকে মানসিক ভারসাম্যহীন যুবককে নামাতে সক্ষম হল সিভিল ডিফেন্স ও দমকলের কর্মীরা। গতকাল সন্ধ্যা থেকে এই ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারে। হরেকৃষ্ণ বর্মণ নামের এক যুবক বৈদ্যুতিক হাইটেনশন তারের টাওয়ারে উঠে যায়। শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার মধ‍্য মেচবিল এলাকায় ঘটনাটি ঘটে। এলাকার যুবক হরেকৃষ্ণ বর্মণের বয়স ২২ বছর। শুক্রবার সন্ধ্যায় হাইটেনশন বৈদ্যুতিক টাওয়ারের উপর উঠে পড়ে সে।
advertisement

প্রায় ১০০ ফুট উচ্চতায় চড়ে বসে ওই যুবক বলে জানা যায়। এলাকাবাসীরা এই দৃশ্য দেখে খবর দেন পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা দমকল, সোনাপুর ফাঁড়ির পুলিশ এসে পৌঁছায়।সন্ধ্যা পেড়িয়ে রাত হয়ে গেলেও নামানো যায় না ওই যুবককে। অবশেষে তাকে নামানো সম্ভব হয় ভোর চারটা নাগাদ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় সন্ধ্যা থেকেই।

advertisement

আরও পড়ুনঃ বর্ধিত পারিশ্রমিক প্রদানের দাবিতে বিক্ষোভ মধু চা বাগানে

এদিকে এলাকাবাসীরা অন্ধকারে থেকে ক্ষোভ উগড়াতে শুরু করেন। উদ্ধারকাজ কেন তাড়াতাড়ি করা হল না, সে বিষয়ে তুলতে থাকেন প্রশ্ন। এদিকে যুবকের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে জানান,হরেকৃষ্ণ বর্মণ মানসিক ভারসাম্যহীন। কখন কি করে বসে যার জন্য তাকে ঘরে আটকে রাখা হত। একটু চোখের আড়াল হতেই বেরিয়ে পড়ে এই কাণ্ড ঘটাল। হরেকৃষ্ণ প্রাণে বেঁচে গেল এই অনেক। তার পরিবারের সদস্যরা ধন্যবাদ জানিয়েছে প্রশাসনকে।

advertisement

View More

আরও পড়ুনঃ কালচিনি ব্লকে শুরু পাবলিক হেলথ ইউনিটের কাজ

পরিস্থিতি জটিল হতে দেখে দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা জাল নিয়ে এসে মাটিতে বিছিয়ে দেয়। দুজন সিভিল ডিফেন্সের কর্মী উপরে উঠে যুবককে উদ্ধার করে। পরবর্তীতে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকৎসার জন‍্য। জানা গিয়েছে বর্তমানে যুবক সুস্থ আছে। যুবককে সুস্থ ও স্বাভাবিক উদ্ধার করতে পেরে হাঁফ ছেড়ে বাঁচেন প্রশাসনের কর্মীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বৈদ্যুতিক উচ্চক্ষমতা সম্পন্ন টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যসীন যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল