গতকাল রাতেও বেরিয়েছিল সে। তবে এভাবে প্রাণ হারাবে ছেলেটি তা জানা ছিল না তাদের। এদিকে চা বাগানের ঝোরাগুলির গভীরতা অনেক বেশি হয়। তার ওপর থাকে না আলো। পুলিশের অনুমান পা পিছলে ঝোরায় পরে গিয়ে আর উঠতে পারেনি বালি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের অনুমান কেউ খুন করে ঝোরার জলে ফেলে দিতে পারে ছেলেটিকে। যদিও পুলিশের পক্ষ থেকে জানা যায়,মৃতের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তবুও পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। এর আগে সেপ্টেম্বরের প্রথমে কালচিনি ব্লকের নিমতি এলাকায় কালজানি নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ কালচিনি ব্লকে গণ রক্ত পরীক্ষার উদ্যোগ নিল ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দফতর
মৃতের আত্মীয় সূত্রে জানা যায়, কালজানি নদীতে ভেসে যায় এক ৫৬ বছরের ব্যক্তি। কালজানি নদী সংলগ্ন এলাকায় গরু চড়াতে গিয়েছিল নিমতি বালুডাঙ্গা এলাকার বাসিন্দা কুমার ছেত্রি । গরু চড়িয়ে বিকেলে ঘরে ফেরার সময় কালজানি নদীতে ভেসে যায় কুমার ছেত্রি বলে অনুমান পরিবারের। অনেক খোঁজাখুঁজি করার পর তার সন্ধান পাওয়া যায়নি। গ্ৰামবাসীরা কালজানি নদীতে মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। কালচিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এদিকে জলে ডুবে মৃত্যু হল এক কৃষকের। আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সিরুবাড়িতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুনঃ নদী ভাঙনের ভয়ে রাতের ঘুম উড়েছে আলিনগর পূর্বপাড়ার বাসিন্দাদের
পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম বীরেন বর্মন (৪৮)। পেশায় কৃষক বীরেন বর্মন বিকেলে বাড়ির পাশেই একটি পুকুরে পাটের জাঁক দিচ্ছিলেন। তখন তিনি আচমকা পা পিছলে জলে তলিয়ে যান। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় ওই পুকুর থেকে বীরেনের দেহ উদ্ধার হয়। পরে সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।
Annanya Dey