TRENDING:

Alipurduar News: কাঠ কুড়োতে গিয়েছিলেন জঙ্গলে! মিলল ঝুলন্ত দেহ

Last Updated:

কাঠ কুড়োতে গিয়ে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের দমনপুরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার: কাঠ কুড়োতে গিয়ে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের দমনপুরে। খুন নাকি আত্মহত্যার ঘটনা?উঠছে প্রশ্ন।
অ‍্যাম্বুলেন্সে মৃত ব্যক্তি  
অ‍্যাম্বুলেন্সে মৃত ব্যক্তি  
advertisement

রবিবার বিকেলে দমনপুর সংলগ্ন জঙ্গল থেকে কাঠ কুড়োতে গিয়েছিল সমীর হালদার নামের এক ব্যক্তি। রবিবার ছুটির দিন থাকায় সকালেই বাড়ি থেকে বেরিয়েছিল সে। এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা গিয়েছিল তাকে। তারপর বাড়ি ফিরে খাওয়াদাওয়া করে বিশ্রাম নিচ্ছিল সে। এমন সময় মায়ের কথায় রান্নার জন্য কাঠ মজুত করতে জঙ্গলে যায় সে। তার সঙ্গে ছিল আরও অনেকে।জঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাঠ কুড়োচ্ছিল সকলে। বিকেল হয়ে যাওয়ায় জঙ্গল থেকে বেরিয়ে যায় সকলে।রাস্তায় এসে বাকিরা সমীরকে দেখতে না পেয়ে আবার জঙ্গলে প্রবেশ করে।তখনই দেখা যায় তার ঝুলন্ত দেহ।

advertisement

আরও পড়ুন: 'মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল', হাইকোর্টে বিরতির ফাঁকে ফুটবল-চর্চায় মাতলেন বিচারপতি

আরও পড়ুন: ফ্রান্সে দাঙ্গা, আর্জেন্টিনায় উৎসব! রুদ্ধশ্বাস ফাইনালের পরই দুই দেশে দুই ছবি

তখনই গাছের ডাল থেকে তার দেহ নামিয়ে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তার সঙ্গীরা।কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

advertisement

সমীর হালদারের সঙ্গীদের কথায় আত্মহত্যা করার মতো ব্যক্তি নয় সমীর।কুড়োনো কাঠ একত্রিত করার জন্য দড়ি নিয়েছিল সে।গোপন কোনও শত্রু রয়েছে কি না?তা তাদের জানা নেই।তবে পুলিশ বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করুক,তা তারা সকলেই চাইছেন।

পুলিশের অনুমান এটি খুন হলেও হতে পারে।তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ।যারা ওই ব্যক্তির সঙ্গে গিয়েছিলেন তাদের জেরা করবে পুলিশ।পাশাপাশি কথা বলা হবে পরিবারের সঙ্গে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কাঠ কুড়োতে গিয়েছিলেন জঙ্গলে! মিলল ঝুলন্ত দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল