বিদ্যালয়ে এদিন যায়নি শিশুটি। মামার বাড়ির বারান্দায় কাপড় ঝুলিয়ে দোলনা বানিয়ে খেলছিল সে। তার দাদু এই দেখে অনেকবার বারন করেছিল তাকে। শিশুমন কোনও বাধা বোঝে না। সে যথারীতি চালিয়ে যাচ্ছিল খেলা। হঠাৎই কাপড় জড়িয়ে গলায় ফাঁস লাগে শিশুটির। শিশুটিকে এই অবস্থায় দেখে তার পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
আরও পড়ুনঃ রাভাদের বিভিন্ন খাবারের পদের সঙ্গে চিলাপাতায় পরিচিত হবেন পর্যটকরা
ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শামুকতলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। খবর পেয়ে ডাঙ্গি থেকে চলে এসেছে শিশুটির অভিভাবক। কান্নায় ভেঙে পড়েছে শিশুর মা। শিশুর দাদু জানিয়েছে, "শিশুদের মন এতটা কৌতুহলী। বারন করা সত্ত্বেও বিপদ্দজনক খেলা খেলছিল। তখনই কাপড়টা সরিয়ে নিলে এই ঘটনা ঘটত না।"
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারগামী ভিস্তাডোমে মিলছে না টিকিট! তৈরি হচ্ছে ওয়েটিং লিস্ট
জানা যায়, মৃত শিশুটি শান্ত স্বভাবের ছিল। দুরন্ত ছিল না। বাড়ির থেকে বেশি বের হত না। নিজের মনে খেলাধুলা করত। কাপড় নিয়ে দোলনা বানিয়ে আগেও খেলেছে সে। এমন ঘটনা ঘটেনি। প্রতিবেশিরা জানিয়েছে,পরিবারের বিষয়টি দেখা উচিত ছিল। হালকাভাবে না নিয়ে শিশুটিকে শাসন করলে এই ঘটনা ঘটত না। মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে। এই ঘটনায় অভিভাবকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিবেশিরা এই বিষয়ে প্রশ্ন তুলেছেন।
Annanya Dey