তার দশমাসের পুত্রসন্তানকে কোলে নিয়ে বসতে না বসতেই কর্তব্যরত নার্স তার বদলে বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দেয় ৷ ভয় পেয়ে যান শিশুর মা। তিনি সেখানেই চিৎকার চেঁচামেচি শুরু করেন। এর পরেই মহিলা বাড়িতে জানালে বাড়ির লোক হাসপাতাল সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখান৷ পরে লিখিত অভিযোগ জানায় সুপারের কাছে৷ এর পরেই হাসপাতাল কতৃপক্ষ নার্সকে ভ্যাকসিন বিভাগ থেকে সরিয়ে দেয়৷ ঘটনার পর নার্স কে শো কজ করে সুপার৷ বিভাগীয় তদন্তের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত জানিয়েছেন তিনি ৷
advertisement
আরও পড়ুনঃ ভুটানের পেডেস্ট্রিয়ান টার্মিনালে নিয়মকানুন জানালেন সেদেশের প্রধানমন্ত্রী
অবজারভেশনে রাখা হয়েছে শিশুটিকে ৷ তবে ভয়ের কিছু নেই বলে জানান সুপার ৷ শিশুটিকে দুজন চিকিৎসক দেখছেন। শিশুটি সুস্থ থাকবে বলে আশাবাদী হাসপাতাল সুপার। যদি কোনও সমস্যা হয় হাসপাতালের পক্ষ থেকে গোটা বিষয়টি দেখা হবে। হাসপাতাল সুপার প্রতিটি কর্মী ও নার্সকে জানিয়েছেন কাজের সময় মন দিয়ে কাজ করতে। এরপর এমন ঘটনা যাতে না ঘটে তার দায়িত্ব হাসপাতালের প্রতিটি কর্মীকে নিতে বলেছেন সুপার।
Annanya Dey