TRENDING:

West Bengal news: সাপের সঙ্গে মানুষের একসঙ্গে বাস করতে হবে, কী ভাবে সম্ভব? জানাচ্ছেন বাঁকুড়ার চিকিৎসক

Last Updated:

Snake: সাপের সঙ্গে সহাবস্থান! তাহলে কি এবার সাপের সঙ্গে সংসার করতে হবে? এই নিয়ে আলোকপাত করেছেন বাঁকুড়ার বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর হিমাদ্রি পাল। সাপে মানুষে একসঙ্গে কিভাবে বাস করবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুশুনিয়া, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সাপের সঙ্গে সহাবস্থান! তাহলে কি এবার সাপের সঙ্গে সংসার করতে হবে? এই নিয়ে আলোকপাত করেছেন বাঁকুড়ার বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর হিমাদ্রি পাল। সাপে মানুষে একসঙ্গে কিভাবে বাস করবে? আর না করতে পারলেই, ‘এক ছোবলে ছবি’ হওয়ার সম্ভাবনা বাঁকুড়ার মানুষের। শতাব্দী প্রাচীন সমস্যা সাপের কামড়ে মৃত্যু।
advertisement

আরও পড়ুন: পোশাক খোল না হলে… ঘরে ঢুকে ছেলের সামনে যুবতীকে বিবস্ত্র করে ভিডিও করল দুধ বিক্রেতা! ভাইরাল করার হুমকি

বিগত পাঁচ বছরের তথ্য ঘাঁটলে নিঃসন্দেহে, সাপের কামড়ের তালিকায় উপরের দিকে রয়েছে বাঁকুড়া জেলা। আর এই সাপের কামড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হন বাঁকুড়ার প্রান্তিক কৃষকরা। উপায় কী? উপায় আছে, বললেন চিকিৎসক। প্রথমেই উঠে এসেছে দুটি বার্তা, ভুলেও করা যাবে না এই দুই কাজ। কুসংস্কারকে সপাটে এক চড় মেরে, যেতে হবে হাসপাতাল। তাও আবার যত দ্রুত সম্ভব তত দ্রুত পৌঁছতে হবে হাসপাতালে।

advertisement

এছাড়াও চিকিৎসক জানিয়েছেন, কী ভাবে চিনে ফেলতে হয় বাঁকুড়ার বিষধর সাপগুলিকে। অর্থাৎ সাপের সঙ্গে সহবাস করার অর্থ হল, সাপ এবং মানুষ একে অপরকে এড়িয়ে চলবে এবং কেউ কারোর কাজে বাধা দেবে না। অবশ্য বাঁকুড়ার প্রত্যন্ত শুশুনিয়ার এই সচেতনতা মূলক সভায়, সাপের প্রতিকূল বাতাবরণ তৈরি করার একটি বার্তা উঠে এসেছে।

আরও পড়ুন: ব্যস্ত সময়ে কেন এত লেট করছে মেট্রো? আসল কারণ খুঁজে দিল মেট্রো ইউনিয়ন, জানা গেল সমাধানের উপায়ও

advertisement

শুধুমাত্র বাইরে ঝোপঝাড়েই নয়। ঘরে বাইরে সমানভাবে দেখা যাচ্ছে সাপের কামড়ে আক্রান্ত হওয়ার ঘটনা। অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যদি সাপ থাকার উপযুক্ত পরিবেশ থাকে তাহলে বর্ষাকালে সাপের উপদ্রব বাড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত।

অন্ধকারের টর্চ ব্যবহার করা। সাবধানতা অবলম্বন করে চোখ কান খোলা রেখে পথ চলা এবং যতটা সম্ভব ঘরের ভেতরে কাঠ খড়ের গাদা এইসব পণ্য জমিয়ে না রাখা। মনে রাখতে হবে সাপ আত্মরক্ষার্থে কামড় দেয়। তাই দূরত্ব বজায় রাখলেই অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: সাপের সঙ্গে মানুষের একসঙ্গে বাস করতে হবে, কী ভাবে সম্ভব? জানাচ্ছেন বাঁকুড়ার চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল