PPF-এ বছরে ৫০ হাজার টাকা রাখলে ম্যাচিউরিটিতে কত পাবেন ?

PPF হল কেন্দ্রীয় সরকারের একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনা ৷

বর্তমানে পিপিএফে ৭.১ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷

নিয়ম অনুযায়ী এই স্কিমে বছরে ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷

পিপিএফে আপনাকে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে ৷

More Stories.

ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার Personal Loan নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন

এই ব্যাঙ্কগুলো এখনও ৯.১০% পর্যন্ত সুদ দিচ্ছে

টাকা জমানো সমস্যা তো বটেই, তবে ৪০-৩০-২০-১০ রুল মেনে চললে টাকা দিন দিন কেবল বেড়েই চলবে !

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি কিছু অনুমোদিত ব্যাঙ্ক এবং ডাকঘরে এই অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷

আপনি কী পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্টে বছরে ৫০ হাজার টাকা জমা করছেন ?

তাহেল ১৫ বছরে আপনার মোট বিনিয়োগ ৭,৫০,০০০ টাকা হবে ৷

ম্যাচিউরিটিতে আপনি মোট ১৩,৫৬,০৭০ টাকা পেয়ে যাবেন ৷ 

এর ৬,০৬, ০৭০ টাকা আপনি কেবল সুদ হিসেবে পাবেন ৷

পড়তে ক্লিক করুন