PM Kisan: কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর ! কবে মিলবে ২০তম কিস্তির টাকা ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কি মিলবে চলতি মাসে ? জেনে নিন
দেশের কোটি কোটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগামী কিস্তি অর্থাৎ ২০ তম কিস্তির টাকার অপেক্ষা করছেন কৃষকরা ৷ পিএম কিষান যোজনা কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ এই যোজনায় দেশের কৃষকদের বার্ষিক ৬০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর ডিরেক্ট ট্রান্সফার করা হয় ৷
advertisement
advertisement
advertisement
advertisement
২. ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন -PM-Kisan প্রকল্পের টাকা পেতে e-KYC করা বাধ্যতামূলক। আপনি যদি এখনও e-KYC না করে থাকেন, তাহলে দ্রুত এটি সম্পূর্ণ করুন। আপনি PM-Kisan পোর্টালের মাধ্যমে অনলাইনে বা নিকটবর্তী CSC (Common Service Centre)-তে গিয়ে এই প্রক্রিয়া শেষ করতে পারেন। e-KYC না থাকলে কিস্তির টাকা আটকাতে পারে।
advertisement
advertisement
advertisement