বিয়ের পর পদবী পরিবর্তন করতে চাইছেন? তাহলে কি পুরনো Aadhaar Card বাতিল হয়ে যাবে ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
মহিলারাও বিবাহের পরে নিজের নাম-পদবী অনায়াসে পরিবর্তন করে নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
৫. প্রমাণ সংক্রান্ত নথিপত্র স্ক্যান করা হবে এবং আসল নথিপত্র গ্রাহকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ৬. কারেকশন/ আপডেট প্রক্রিয়া সম্পন্ন হলে একজিকিউটিভ গ্রাহককে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবেন। এর মধ্যেই থাকবে অ্যাকনলেজমেন্ট নম্বর। এই নম্বরের মাধ্যমে আধার আপডেটের স্টেটাস পরীক্ষা করা যাবে। ৭. সব শেষে ফি হিসেবে ৫০ টাকা (কর-সহ) দিতে হবে।
advertisement
advertisement
যে সব মহিলা বিয়ের পরে আধার কার্ডে নাম পরিবর্তন করেন, তাঁদের আধার এনরোলমেন্ট সেন্টারে কিছু নথি জমা করতে হয়। আবেদনকারীকে বিবাহের শংসাপত্র জমা করতে হয়। সঙ্গে অবশ্য অরিজিনাল সার্টিফিকেটও রাখা জরুরি। একজিকিউটিভ অরিজিনাল থেকে স্ক্যান করে তা আবার ফেরত দিয়ে দেবেন। তবে শুধু ফটোকপি জমা করলে তাতে অনুমোদন না-ও আসতে পারে।
advertisement
advertisement