বিয়ের পর পদবী পরিবর্তন করতে চাইছেন? তাহলে কি পুরনো Aadhaar Card বাতিল হয়ে যাবে ?

Last Updated:
মহিলারাও বিবাহের পরে নিজের নাম-পদবী অনায়াসে পরিবর্তন করে নিতে পারবেন।
1/12
আজকালকার দিনে পরিচয় এবং ঠিকানার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রামাণ্য নথি হল আধার কার্ড। এটা সহজেই ডাউনলোড করে রেখে দেওয়া যায় এবং ডিজিটাল আধার কার্ড নিয়েই এ-দিক সে-দিক যাওয়া যায়। আধার কার্ডে ব্যবহারকারীর বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য উভয়ই থাকে।
আজকালকার দিনে পরিচয় এবং ঠিকানার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রামাণ্য নথি হল আধার কার্ড। এটা সহজেই ডাউনলোড করে রেখে দেওয়া যায় এবং ডিজিটাল আধার কার্ড নিয়েই এ-দিক সে-দিক যাওয়া যায়। আধার কার্ডে ব্যবহারকারীর বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক তথ্য উভয়ই থাকে।
advertisement
2/12
যাতে তা সবথেকে কার্যকর পরিচয়পত্র হয়ে ওঠে। ডেমোগ্রাফিক তথ্যের মধ্য অন্যতম হল নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা প্রভৃতি। ব্যবহারকারী নিজের প্রয়োজন মতো এই সব তথ্য আপডেট করতে পারেন। সেরকই মহিলারাও বিবাহের পরে নিজের নাম-পদবী অনায়াসে পরিবর্তন করে নিতে পারবেন।
যাতে তা সবথেকে কার্যকর পরিচয়পত্র হয়ে ওঠে। ডেমোগ্রাফিক তথ্যের মধ্য অন্যতম হল নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা প্রভৃতি। ব্যবহারকারী নিজের প্রয়োজন মতো এই সব তথ্য আপডেট করতে পারেন। সেরকই মহিলারাও বিবাহের পরে নিজের নাম-পদবী অনায়াসে পরিবর্তন করে নিতে পারবেন।
advertisement
3/12
বিয়ের পরে আধার কার্ডে নিজের নাম পরিবর্তন করার সহজ উপায়:
বিয়ের পরে আধার কার্ডে নিজের নাম পরিবর্তন করার সহজ উপায়:
advertisement
4/12
বিবাহের পরে মহিলারা অনেক সময় স্বামীর পদবী নিজের নামের সঙ্গে যোগ করেন। যদিও এটা আবশ্যক নয়। তবে অনেকেই এটা করে থাকেন। যদি আইনি ভাবে কোন মহিলা স্বামীর পদবী নিজের নামের সঙ্গে যোগ করতে চান, তাহলে প্রামাণ্য নথিতে তা আপডেট করাতে হবে।
বিবাহের পরে মহিলারা অনেক সময় স্বামীর পদবী নিজের নামের সঙ্গে যোগ করেন। যদিও এটা আবশ্যক নয়। তবে অনেকেই এটা করে থাকেন। যদি আইনি ভাবে কোন মহিলা স্বামীর পদবী নিজের নামের সঙ্গে যোগ করতে চান, তাহলে প্রামাণ্য নথিতে তা আপডেট করাতে হবে।
advertisement
5/12
আধার কার্ডে নাম আপডেট করার বিষয়টা একেবারেই সহজ নয়। নিম্নোক্ত কিছু সহজ উপায়ে বিয়ের পরে আধার কার্ডে নিজের নাম পরিবর্তন করা যেতে পারে।
আধার কার্ডে নাম আপডেট করার বিষয়টা একেবারেই সহজ নয়। নিম্নোক্ত কিছু সহজ উপায়ে বিয়ের পরে আধার কার্ডে নিজের নাম পরিবর্তন করা যেতে পারে।
advertisement
6/12
নাম আপডেট করার উপায়:
নাম আপডেট করার উপায়:
advertisement
7/12
১. নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।  ২. একজিকিউটিভের কাছে আধার নম্বর প্রদান করতে হবে।  ৩. আধার কার্ড কারেকশন/ আপডেট ফর্ম নিয়ে পূরণ করে জরুরি নথি-সহ তা একজিকিউটিভের কাছে জমা দিতে হবে।  ৪. এবার একজিকিউটিভ অথেন্টিকেশনের জন্য গ্রাহকের বায়োমেট্রিক ডেটা চাইতে পারেন।
১. নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। ২. একজিকিউটিভের কাছে আধার নম্বর প্রদান করতে হবে। ৩. আধার কার্ড কারেকশন/ আপডেট ফর্ম নিয়ে পূরণ করে জরুরি নথি-সহ তা একজিকিউটিভের কাছে জমা দিতে হবে। ৪. এবার একজিকিউটিভ অথেন্টিকেশনের জন্য গ্রাহকের বায়োমেট্রিক ডেটা চাইতে পারেন।
advertisement
8/12
৫. প্রমাণ সংক্রান্ত নথিপত্র স্ক্যান করা হবে এবং আসল নথিপত্র গ্রাহকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।  ৬. কারেকশন/ আপডেট প্রক্রিয়া সম্পন্ন হলে একজিকিউটিভ গ্রাহককে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবেন। এর মধ্যেই থাকবে অ্যাকনলেজমেন্ট নম্বর। এই নম্বরের মাধ্যমে আধার আপডেটের স্টেটাস পরীক্ষা করা যাবে।  ৭. সব শেষে ফি হিসেবে ৫০ টাকা (কর-সহ) দিতে হবে।
৫. প্রমাণ সংক্রান্ত নথিপত্র স্ক্যান করা হবে এবং আসল নথিপত্র গ্রাহকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ৬. কারেকশন/ আপডেট প্রক্রিয়া সম্পন্ন হলে একজিকিউটিভ গ্রাহককে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবেন। এর মধ্যেই থাকবে অ্যাকনলেজমেন্ট নম্বর। এই নম্বরের মাধ্যমে আধার আপডেটের স্টেটাস পরীক্ষা করা যাবে। ৭. সব শেষে ফি হিসেবে ৫০ টাকা (কর-সহ) দিতে হবে।
advertisement
9/12
আধার আপডেট করার জন্য কী কী নথির প্রয়োজন হবে?
আধার আপডেট করার জন্য কী কী নথির প্রয়োজন হবে?
advertisement
10/12
যে সব মহিলা বিয়ের পরে আধার কার্ডে নাম পরিবর্তন করেন, তাঁদের আধার এনরোলমেন্ট সেন্টারে কিছু নথি জমা করতে হয়। আবেদনকারীকে বিবাহের শংসাপত্র জমা করতে হয়। সঙ্গে অবশ্য অরিজিনাল সার্টিফিকেটও রাখা জরুরি। একজিকিউটিভ অরিজিনাল থেকে স্ক্যান করে তা আবার ফেরত দিয়ে দেবেন। তবে শুধু ফটোকপি জমা করলে তাতে অনুমোদন না-ও আসতে পারে।
যে সব মহিলা বিয়ের পরে আধার কার্ডে নাম পরিবর্তন করেন, তাঁদের আধার এনরোলমেন্ট সেন্টারে কিছু নথি জমা করতে হয়। আবেদনকারীকে বিবাহের শংসাপত্র জমা করতে হয়। সঙ্গে অবশ্য অরিজিনাল সার্টিফিকেটও রাখা জরুরি। একজিকিউটিভ অরিজিনাল থেকে স্ক্যান করে তা আবার ফেরত দিয়ে দেবেন। তবে শুধু ফটোকপি জমা করলে তাতে অনুমোদন না-ও আসতে পারে।
advertisement
11/12
বিয়ের পরে আধার কার্ডে নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথি:
বিয়ের পরে আধার কার্ডে নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথি:
advertisement
12/12
১. আবেদনকারীর বিবাহের প্রামাণ্য নথি, যা ম্যারেজ রেজিস্ট্রার জারি করেছেন।  ২. আইনি ভাবে অনুমোদিত নাম পরিবর্তনের শংসাপত্র।  ৩. একজন গেজেটেড অফিসার বা তহসিলদার দ্বারা জারি করা একটি উপযুক্ত লেটারহেডে আবেদনকারীর ছবি-সহ পরিচয় শংসাপত্র।
১. আবেদনকারীর বিবাহের প্রামাণ্য নথি, যা ম্যারেজ রেজিস্ট্রার জারি করেছেন। ২. আইনি ভাবে অনুমোদিত নাম পরিবর্তনের শংসাপত্র। ৩. একজন গেজেটেড অফিসার বা তহসিলদার দ্বারা জারি করা একটি উপযুক্ত লেটারহেডে আবেদনকারীর ছবি-সহ পরিচয় শংসাপত্র।
advertisement
advertisement
advertisement