এই ৪টি কাজ না করলে মিলবে না PM Kisan যোজনার টাকা !

দেশজুড়ে ১১ কোটিরও বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকা জন্য অপেক্ষা করছেন ।

এই প্রকল্পের আওতায় উপযুক্ত কৃষকদের বছরে ৬,০০০ টাকা প্রদান করা হয় ৷

প্রতি চার মাস অন্তর এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷

আপনি যদি PM-Kisan যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে সময়মতো কিছু বাধ্যতামূলক প্রক্রিয়া সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

More Stories.

ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার Personal Loan নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন

এই ব্যাঙ্কগুলো এখনও ৯.১০% পর্যন্ত সুদ দিচ্ছে

টাকা জমানো সমস্যা তো বটেই, তবে ৪০-৩০-২০-১০ রুল মেনে চললে টাকা দিন দিন কেবল বেড়েই চলবে !

এই ৪টি কাজ না করে থাকলে আপনার ২,০০০ টাকার কিস্তি আটকে যেতে পারে।

আধার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে ৷

PM-Kisan প্রকল্পের টাকা পেতে e-KYC করা বাধ্যতামূলক।

আপনার নামে জমির রেকর্ড সরকারি ডেটাবেসে সঠিকভাবে আপডেট করা আছে কি না তা চেক করুন।

Aadhaar কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও রেজিস্ট্রেশনে দেওয়া নামের মধ্যে মিল না থাকলে টাকা আটকে যেতে পারে।

পড়তে ক্লিক করুন