মহিলা বিশ্বকাপ জয়ের পর আজ, শুক্রবার নিজের শহরে ফিরছেন বাংলার গর্ব, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। সকালেই বাগডোগরা বিমানবন্দরে নামলেন তিনি, সেখান থেকে সরাসরি রওনা দেন সুভাষপল্লীর বাড়ির উদ্দেশ্যে। শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে উদযাপনের প্রস্তুতি, রিচাকে নাগরিক সংবর্ধনা জানাতে এদিন বিকেলে বাঘাযতীন পার্কে আয়োজিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান। বাড়ির ভিতরে চলছে আরেক ব্যস্ততা। রান্নাঘরে রিচার মা নিজের হাতে সাজিয়ে তুলছেন মেয়ের পছন্দের খাবারের তালিকা। তবে এবার একটু অন্যরকম। রিচা এখন কড়া ডায়েটে থাকায় মায়ের তৈরি চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়া হচ্ছে না তাঁর। মা তাই তৈরি করছেন হালকা খাবার— পনির, মিক্স ভেজ, শাক, ডাল আর ভাত। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Last Updated: November 07, 2025, 19:23 IST