ভারতীয় ফুটবলের অচল অবস্থা কাটতে চলেছে। অবশেষ জট কাটিয়ে ISL আয়োজন হতে চলেছে। প্রেস বিবৃতি দিয়ে জানালো AIFF। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জরুরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দেশের শীর্ষস্তরের পুরুষদের ফুটবল লিগ এবার ফেডারেশন নিজেই পরিচালনা করবে। এআইএফএফ এবং আইএসএল কো-অর্ডিনেশন কমিটির রিপোর্ট খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লিগ কবে থেকে শুরু হবে, সেই তারিখ আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। অনেক দিন ধরে অনেক আলোচনার পরে আইএসএল নিয়ে জট কাটায় অনিশ্চয়তা কাটল ফুটবলারদের।



