কলকাতা: আগামী ২৪ জানুয়ারি ঝাড়খণ্ডের রাঁচির প্রভাত তারা ময়দানে ৬০ তম ন্যাশনাল ক্রসকান্ট্রি প্রতিযোগিতায় খেলতে চলেছে সে। ওয়েস্টবেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ওই প্রতিযোগিতায় দুই কিলোমিটার দৌড়ে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবে গঙ্গাধর। অভাব অনটনের মধ্যে এই জাতীয় স্তরে খেলা তার জীবনে অনেকখানি প্রভাব ফেলতে চলেছে। দিনমজুরি করে কোনওরকমে সংসার চালান গঙ্গাধরের মা ফুচি মাহাতো। গঙ্গাধরের নেই কোনও স্পোর্টস সু। কী ভাবে এতখানি আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে রাঁচিতে রাজ্যের হয়ে সে খেলতে যাবে সেই নিয়েই দুশ্চিন্তায় ভুগছে গঙ্গাধর ও তার পরিবার। কারণ রাজ্য অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাঁচি যাওয়ার ট্রেনের টিকিট, যাতায়াত, থাকা-খাওয়ার যাবতীয় খরচই বহন করতে হবে সংশ্লিষ্ট অ্যাথলিটকেই। দেখুন বাংলা নিউজ ভিডিও৷
Last Updated: Jan 17, 2026, 18:17 IST


