মোটা বেতনের চাকরি ছেড়ে শুরু ভ্লগিং। আর এই ভ্লগিং করেই বর্তমানে বেশ জনপ্রিয় বর্ধমানের বিপ্লব দাস। হাজার হাজার মানুষের কাছে বিপ্লব পরিচিত বি ফর বিপ্লব নামে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের একটা প্রত্যন্ত গ্রামের ছেলে বিপ্লব। তবে এখন সে বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার স্থায়ী বাসিন্দা। বছর ছয়েক হল সে বর্ধমানেই রয়েছে।
Last Updated: Feb 27, 2025, 23:16 IST


