West Bengal news: খড়দহের টাটাগেটে অটোর সঙ্গে পথচারীর বচসা, ধারালো অস্ত্র দিয়ে পথচারীর মাথা কোপ দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত অটোচালক। বেপরোয়া ভাবে অটো চালানোর জেরে বচসার জেরে আক্রান্ত এক পথচারী। ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল অটো চালককে বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খড়দহ থানার অন্তর্গত টাটাগেট সংলগ্ন বিটি রোডের ওপর।
Last Updated: March 30, 2025, 21:47 IST