Viral Video: সুন্দরবনে ফের বাঘের দেখা, দেখুন ভাইরাল ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 03:41:00 PM IST Dec 30, 2021

বর্ষশেষে পর্যটনের ভরা মরসুমে এমন বিরল দৃশ্য দেখতে পাওয়া সৌভাগ্যেরই ব্যাপার। সুন্দরবনে ফের রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন পর্যটকরা। সুন্দরবন ভ্রমনে এসে বাঘের দেখা মেলায় খুশি পর্যটক দল (Royal Bengal Tiger Video)। গত ২৭ তারিখ সুন্দরবন ভ্রমণে এসেছিল পর্যটক দলটি। বৃহস্পতিবার সকালে তাঁরা যখন সুধন্যখালি লাগোয়া পিরখালির জঙ্গলের পাশে ঘোরাঘুরি করছিলেন, তখনই একটি বাঘকে নদী সাঁতরে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যেতে দেখেন তাঁরা (Royal Bengal Tiger Video)।

লেটেস্ট ভিডিও