তমলুকে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে এখনও কাটল না জট৷ বরং পুলিশি তদন্তে যে তথ্যগুলি উঠে এসেছে, তাতে ধোঁয়াশা আরও বেড়েছে৷ তবে মৃত চিকিৎসকের সঙ্গে অপারেশন থিয়েটারে থাকা এক চিকিৎসকের দাবি, শুক্রবার গ্যাসের সমস্যা হওয়ার কারণে তমলুকের নার্সিংহোমেই হাতে চ্যানেল করে ইঞ্জেকশন নিয়েছিলেন শালিনী দাস নামে ওই তরুণী চিকিৎসক৷
Last Updated: October 18, 2025, 16:51 IST