কালনার নাবালকের পিৎজা পার্টিতে উড়ল ২১ লক্ষ টাকা! দিলদরিয়া কাণ্ডে হতবাক পরিবার, জিজ্ঞাসাবাদে পিৎজা পার্লারের মালিকও। পকেটে পয়সা না থাকলেও জাঁকজমক কম নয়! আর যখন বাবার আলমারিই হয়ে ওঠে ATM, তখন তো কথাই নেই! হ্যাঁ, ঠিক এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। নাবালক এক পড়ুয়ার আজব কীর্তিতে রীতিমতো হতবাক পুলিশ থেকে অভিভাবক সকলেই। অভিযোগ, দিনের পর দিন বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি আর পিৎজা খাওয়ার ধুম চলেছে। এক-একদিন তো গোটা ফ্লোরই বুক করা হচ্ছিল বলে খবর! আর সেই বিলাসিতা চালাতে গিয়ে বাবা-মার অজান্তেই গায়েব হয়ে গিয়েছে প্রায় ২১ লক্ষ টাকা!
Last Updated: Aug 01, 2025, 19:49 IST


