Orange Garden: দার্জিলিং বা সিটং নয়, সমতলেই এখন গাছভর্তি কমলালেবুর দর্শন মিলছে। অশোকনগরের সুধীর নার্সারির আট বিঘা জমিতে ফুটে উঠেছে এমনই এক কমলালেবুর বাগান, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়।