Video: চিনের ইউহানের মাছ এবার বাংলার পুকুরে! হলদিয়ায় চাষ করে তাক লাগিয়েছেন একদল মহিলা

Bangla Editor | News18 Bangla | 09:28:14 PM IST Jul 28, 2021

ইউহানের মাছ যা মণিপুরেও পাওয়া যায়, তা এবার মিলছে হলদিয়ায়। মাছের নাম পেংবা। সেই মাছ এবার হলদিয়ায় চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন একদল মহিলা। হলদিয়ার পুকুরে রমরমিয়ে চাষ হচ্ছে পেংবা মাছের। এই মাছের চারা বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

লেটেস্ট ভিডিও