Yaas: বাঁচার সম্ভাবনা ‌ছিল না! ডুবন্ত অবস্থা থেকে তিনজনকে উদ্ধার করল NDRF, দেখুন সেই ভয়ানক সময়ের ভিডিও

Bangla Editor | News18 Bangla | 09:39:28 PM IST May 26, 2021

জলের তলায় প্রায় ডুবতে বসেছিলেন ৩ ব্যক্তি। ওই অবস্থা থেকে বেঁচে না ফেরার সম্ভাবনা ছিল ৯০ শতাংশ। কিন্তু খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজ শুরু করেন এনডিআরএফ। সেই অবস্থা থেকেই তিনজনকে বাঁচানো গিয়েছে। ঘটনা পূর্ব মেদিনীপুরের রামনগর কালিন্দী অঞ্চলের। ইনস্পেক্টর শরদ শিন্ডের তত্বাবধানে দ্রুত উদ্ধার কাজ শুরু করায় বাঁচলেন তিনজন।

লেটেস্ট ভিডিও