Cyclone YAAS: ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে 'যশ', দিঘাবাসীকে সুরক্ষিত রাখতে তৎপর প্রশাসন, চলছে বাঁধ মেরামতি

Bangla Editor | News18 Bangla | 06:17:48 PM IST May 24, 2021

আমফান থেকেই শিক্ষা নিয়ে আগেভাগে সতর্ক দিঘা প্রশাসন। গত ২ দিন ধরে চলছে মাইকিং। মৎসজীবীদের বারে বারে ফিরে আসার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, বাঁধ ভেঙে যাতে ফ্রামের পর গ্রাম ভেসে না যায়, তাই এলাকাবাসীকে সুরক্ষিত রাখতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ দেওয়ার কাজ।

লেটেস্ট ভিডিও