সন্তানজন্মের ১৫ দিনের মধ্যে বাবার মৃত্যু! কনভয় থামিয়ে পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: সোমবার সকালে বারাসাতের কাছে বামনগাছি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ম্যাটাডোরের সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় বাসিন্দা প্রীতম ঘোষ নামে বছর বত্রিশের এক যুবকের। এরপরই তড়িঘড়ি এলাকার লোকজন ও বাড়ির লোকজনেরা বারাসাত মেডিকেল কলেজে নিয়ে আসে ওই প্রীতম ঘোষকে। সেখানে নিয়ে গেলে বারাসাত মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই দেহটি ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ আজ, মঙ্গলবার সন্ধ্যায় যখন বাড়ির লোককে ডেকে ময়নাতদন্তের পরে দেহটি দেওয়া হয়। বাড়ির লোকের অভিযোগ দেহ থেকে তার একটি চোখ তুলে নেওয়া হয়েছে। এমতাবস্থায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বাড়ির লোকজনের। এমতাবস্থায় ঠাকুরনগর থেকে গাড়ি করে এদিন যশোর রোড ধরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমতা অবস্থায় এদিন যখন মুখ্যমন্ত্রীর গাড়ি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ চলছিল, তাঁর কনভয় সেখানে এসে দাঁড়িয়ে পড়ে। ২০ মিনিট মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে শুনলে বিচারের দাবি তোলেন তারা। ঘটনার জেরে গাড়ির মধ্যে বসেই পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিবারের লোকজন চোখ তুলে নেওয়া নিয়ে তদন্তের দাবি তোলেন। এমতাবস্থায় দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কথোপকথন চলে। দীর্ঘক্ষণ কথা বলার পরে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।

Last Updated: November 25, 2025, 20:48 IST
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: সন্তানজন্মের ১৫ দিনের মধ্যে বাবার মৃত্যু! কনভয় থামিয়ে পরিবারকে তদন্ত এবং চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
advertisement
advertisement