পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর নতুনগ্রাম আজ পরিচিত “কাঠপুতুলের গ্রাম” নামে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঠের পুতুল তৈরি করে নিজেদের ঐতিহ্যকে ধরে রেখেছেন এখানকার মানুষ। একসময় যা ছিল শুধুমাত্র নেশা ও পেশার মিশ্রণ, আজ সেই কাষ্ঠশিল্প নতুনগ্রামকে রাজ্যের সীমানা পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছে দিয়েছে।গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই চোখে পড়ে একের পর এক শিল্পীর ব্যস্ততা। কারো উঠোনে রাজা–রানির কাঠের মূর্তি আঁকা হচ্ছে, কোথাও আবার তৈরি হচ্ছে পেঁচা, গৌর-নিতাই, কিংবা বিভিন্ন নিত্যনতুন আসবাব। প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে জড়িয়ে আছে কাঠের এই শিল্প। সারাবছরই চলে কাঠ কাটা, ঘষামাজা, আকার দেওয়া, রঙ করা সব মিলিয়ে যেন সবসময় একটা কর্মশালা পুরো গ্রামজুড়ে।তবে বছরের অন্য সময়ের তুলনায় শীতকাল এলে এই ব্যস্ততা যেন বহু গুণ বেড়ে যায়।
Last Updated: December 04, 2025, 13:43 IST