Digha: অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে দিঘার সমুদ্রে ভেসে এল জগন্নাথের মূর্তি। আজ বিকেলে সৈকতে কাঠের জগন্নাথ মূর্তি দেখতে পান পর্যটকরা। দিঘার নবনির্মিত জগন্নাথ ঘাটে রবিবার ভেসে এসেছে জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি, যা ঘিরে শোরগোল শুরু হয়েছে দিঘার সৈকত সরণী এলাকায়।
Last Updated: April 20, 2025, 22:12 IST