শুরু হয়েছে বারুইপুর মিলন মেলা। দেখতে দেখতে ১৬’তম বর্ষে পা দিয়েছে এই মেলা। শুধু এই রাজ্যই নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে স্টল আসে এই মেলায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে একমাস ব্যাপী চলবে এই মিলন মেলা। এইবারের মেলায় মূল আকর্ষণ জলপরীর শো। আর এই জ্যান্ত জলপরীর শো শিশুদের পাশাপাশি বড়দেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু। নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে শিশুদের জন্য জলপরীর অনেক শিক্ষামূলক এবং বিনোদনমূলক শো থাকে যা তাদের আনন্দ দেয়। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে বড় বড় মেলা দেখা গেলেও এখনও কোথাও দেখা যায়নি জলপরীর শো। সাধারণত জলপরীর শো দেখা মেলে না জেলার মেলাগুলিতে। তাই মিলন মেলাতে সেই শো দেখতে ছুটে আসছে আট থেকে আশি।
Last Updated: November 17, 2025, 20:21 IST