Bangladeshi ship tragedy: ত্রিবেণীতে ছাই নিতে এসে গঙ্গায় ডুবতে বসল বাংলাদেশি জাহাজ! দেখুন ভিডিও

Last Updated : দক্ষিণবঙ্গ
ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় হুগলির বাঁশবেড়িয়ার গঙ্গায় অর্ধেক ডুবে গেল বাংলাদেশি কার্গো জাহাজ এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশি কার্গো জাহাজ।দেশে ফেরার সময় এই ঘটনা।জাহাজের কর্মীরা জানান, এ দিন সকালে আচমকাই জাহাজের তলায় শব্দ হয়, জল ঢুকতে থাকে। ধীরে ধীরে জল ঢুকতে থাকে। একটা দিক কাত হয়ে যায়। চালকের কেবিন ছাড়া অনেকটাই ডুবে যায়। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। দ্রুত জাহাজের কর্মীদের উদ্ধারের ব্যবস্থা করা হয়৷ জল কমায় ফের কিছুটা অংশ জেগে ওঠে। তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয়।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Bangladeshi ship tragedy: ত্রিবেণীতে ছাই নিতে এসে গঙ্গায় ডুবতে বসল বাংলাদেশি জাহাজ! দেখুন ভিডিও
advertisement
advertisement