Amartya Sen: কাটল না জমিজট, অমর্ত্য সেনের জমি নিয়ে শুনানি নিষ্ফলা, কী করবে বিশ্বভারতী?

Bangla Digital Desk | News18 Bangla | 09:39:12 PM IST Feb 20, 2023

বোলপুর: ভূমি ও ভূমি সংস্কার দফতরে দীর্ঘ সওয়াল-জবাবের পরেও অমর্ত্য সেনের জমি জট কাটল না। একদিকে, অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী প্রয়াত আশুতোষ সেনের একটি উইল জমা দেন। পালটা, নথি দিয়ে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনের জমি নিয়ে রাজনীতি করছেন, অভিযোগ বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাসের৷ অর্থাৎ, জমি জট কাটাতে পরবর্তী শুনানি হতে পারে৷

উল্লেখ, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন। এনহেন অভিযোগ তুলে জমি ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ তিনটি চিঠি দিয়েছে নোবেলজয়ীকে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

লেটেস্ট ভিডিও