৮.৩০ সময় যাত্রা শুরু হওয়ার কথা, নেতারা দেরিতে আসেন। গোড়া থেকেই ঢিলেমি। নটায় যাত্রা শুরু হয়। অস্থিকলস মাথায় নিয়ে গাড়িতে ওঠেন দিলীপ ঘোষ। কিছুদূর গিয়েই গাড়ি বিকল হয়ে যায়। গিয়ার কাজ করছে না। কলুটোলা স্ট্রিটে উলটোদিকে, সূর্য সেন স্ট্রিট, কলেজ স্ট্রিটে যে রাস্তা মিশছে। ধর্মতলার দিক থেকে। মুরলীধর সেন লেন থেকে একটু দূরেই। তিরিশ গজ দূরে গাড়ি খারাপ হয়। মেডিক্যাল কলেজ পেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ও বউবাজার ক্রসিংয়ে গিয়ে ফের গাড়ি খারাপ হয়। যে গাড়িতে অস্থিকলস ছিল। গাড়ি মেরামতি করতে বলে মেকানিক। গাড়ির গিয়ার বক্স নয়, আরও নানা সমস্যা আছে। সেখান থেকে এসপি মুখার্জি রোড পর্যন্ত যায়। সেখান থেকে গাড়ি বদল হয়। হুডখোলা জিপে চড়ে রওনা দেওয়া হয়। স্থান সঙ্কুলান হয়নি। অনেক নেতার জায়গা হয়নি। প্রতাপ বন্দ্যোপাধ্যায় ছিলেন। সেখান থেকে হাজরা হয়ে তারাতলা হয়ে ডায়মন্ডহারবার রো়ড হয়ে আমতলা যায়। সেখানে স্মৃতি ইরানি যোগ দেন। ডায়মন্ডহারবার পর্যন্ত যান। কাকদ্বীপ যাওয়ার কথা ছিল। দেরি হওয়ায় চলে যান।