South 24 Parganas News- শিবির বন্ধ হলেও, দুয়ারে সরকার প্রকল্পের প্রচারে 'দুয়ারে সরকার কাপ' অনুষ্ঠিত হল

Bangla Digital Desk | News18 Bangla | 06:57:00 PM IST Jan 03, 2022

#দক্ষিণ ২৪ পরগনা: নামখানা বিডিও এবং কুলপির বিডিও র অভিনব উদ্যোগ। দুয়ারে সরকার শিবির বন্ধ হলেও, প্রচারের উদ্দেশ্যে দুয়ারে সরকার কাপের উদ্বোধন হল কুলপির বিবেক ময়দানে। কুলপির বিবেক ময়দানে এইদিন সকাল থেকে দুয়ারে সরকার কাপের প্রীতি পূর্ণ ক্রিকেট ম্যাচে "নামখানা বিডিও বনাম কুলপি বিডিও ক্রিকেট প্রতিযোগিতা" হল। খেলায় কুলপি ব্লক যুগ্ম আধিকারিক তারিফ ইসলাম ও নামখানা ব্লক আধিকারিক শান্তনু সিংহ ঠাকুর খেললেন। জয়ী হয় কুলপি বিডিও। খেলা দেখার জন্য এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

লেটেস্ট ভিডিও