South 24 Parganas News- অভিনব কায়দায় এটিএম প্রতারণা, নরেন্দ্রপুর থেকে গ্রেফতার এক

Bangla Digital Desk | News18 Bangla | 04:59:14 PM IST Dec 27, 2021

#দক্ষিণ ২৪ পরগনা: অভিনব কায়দায় এটিএম প্রতারনা। ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। এইদিন তাকে ফরতাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গড়িয়া এলাকার বিভিন্ন এটিএম কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে, সন্দেহ হয় পুলিশের। তাকে আটক করে তার কাছ থেকে পরচুলা, আয়রড রড, চুম্বক, স্ক্রু-ড্রাইভার, আঁঠা লাগানো টেপ, উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিভিন্ন এটিএম কাউন্টারে টাকা বেরানোর মুখে তারা আয়রন রড লাগিয়ে রাখত। কেউ কাউন্টার থেকে টাকা তুললে তার টাকা মুখে এসে আটকে যেত। টাকা না পেয়ে কাউন্টার ছাড়লেই অভিযুক্ত ঢুকে টাকা বেরানোর মুখ থেকে আয়রন রড খুলে টাকা বের করে নিত। বেশ কয়েকবছর ধরে এই কাজ করছিল সে। অভিযুক্ত ঈশাক আলিকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি বারাসত এলাকায়। অভিযুক্তকে বারুইপুর আদালতে তোলা হয়।

লেটেস্ট ভিডিও