#দক্ষিণ ২৪ পরগনা: গ্রামাঞ্চলের রাস্তা দিয়ে হাঁটলে প্রায়ই চোখে পড়ে ছোট ছোট গুল্ম জাতীয় গাছ। অনেকেই এই গুল্ম জাতীয় গাছের নাম জানেন না, কিন্তু এটা প্রায় সকলেই জানেন বেশ কিছু বছর আগেও গ্রামাঞ্চলে দেখা যেত না এই গাছ। গ্রামাঞ্চল নয় এখন শহরাঞ্চলেও প্রায়শই দেখা মিলছে এই গাছের। গাছটির নাম পার্থেনিয়াম। অত্যন্ত ক্ষতিকারক এই গাছগুলো। পার্থেনিয়াম নামটি গ্রিক শব্দ 'Parthenos' থেকে এসেছে, যার বাংলা অর্থ 'কুমারী'। পশ্চিমবঙ্গের প্রথম এই আগাছাটি দেখা যায় ডানকুনির রেল ইয়ার্ডে বলে জানা যায়। এখন প্রায় সর্বত্রই দেখা মিলছে এই গাছের। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বেশ কিছু এলাকায় ছেয়ে গিয়েছে এই গাছ। প্রশাসন উদ্যোগ নিয়ে এ গাছ নির্মূল করার চেষ্টা করলেও, আবারও গজিয়ে যায় গাছ। পার্থেনিয়াম গাছের ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি শ্বাসকষ্ট ও জ্বর হয়। ক্ষতস্থানে রক্তের সাথে মিশে চর্ম রোগ হতে পারে। চামড়ায় এর রস লাগলে সেখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে। গরু এই আগাছা গুলি খেলে তার পেটে ঘা হয়। দুধ উৎপাদন ক্ষমতাও কমে যায় বলে মত বিশেষজ্ঞদের।