Wild Elephant blocks Goyerkata State Highway: উত্তরবঙ্গের ব্যস্ত রাস্তা আটকে দিল বুনো হাতি ! তারপর... ভাইরাল ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 11:48:45 PM IST Dec 15, 2021

কয়েক দিন আগেই ডুয়ার্সের জঙ্গলে প্রায় ২৩ বছর পর দেখা মিলেছে বাঘের। ধরেই নেওয়া হয়েছিল এই জঙ্গলে বাঘ আর নেই। টাইগার রিজার্ভ তকমাও সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছিল। তার আগেই মোক্ষম সময়ে বাঘের দেখা বদলে দিয়েছে সব কিছু। এর মধ্যেই ফের নর্থ বেঙ্গলের জঙ্গলে এক হাতি তাণ্ডব করতে শুরু করেছে। জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে এল বুনো হাতি। নর্থ বেঙ্গলের গোয়েরকাটা সড়কে এসে দাঁড়িয়ে পরে সে। শুরু হয় জানজট। যদিও কোনও ক্ষতি করেনি সে। হাতিকে দেখে ভিড় জমে যায় বাইক আরোহীদের। রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতে থাকেন তাঁরা। এই ভিডিও এখন ভাইরাল।

লেটেস্ট ভিডিও