নতুন করে আবারও আশার আলো জাগাচ্ছে মালদহের রেশম চাষ। মরশুমের শুরুতেই দ্বিগুণ দাম পেয়ে রেশম চাষে আগ্রহ বাড়তে চলেছে মালদহের রেশম চাষিদের। বিগত কয়েক বছরে এই প্রথম রেশম গুটির দাম ঝাঁপিয়েছে প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকা প্রতি ৪০ কেজি। এদিন এমনই ছবি দেখা দিল মালদহের কালিয়াচক কোকুন মার্কেটে।
Last Updated: December 01, 2025, 19:55 IST