Howrah-Mumbai Train Accident: দুর্ঘটনাগ্রস্থ ট্রেনে মালদহের পরিযায়ী শ্রমিক! কোমরে চোট

Last Updated : উত্তরবঙ্গ
ভিন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করেই সংসার চলে।‌ এবার কাজে যাওয়ার পথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়লেন মালদহের পরিযায়ী শ্রমিক। দুর্ঘটনায় কোমরে চোট পেয়েছেন। দুর্ঘটনার পর ঠিকমত কথা বলতে পারছেন না। সেখানেই হাসপাতালে ভর্তি রয়েছেন মালদহের চাঁচলের পরিযায়ী শ্রমিক রাজু শেখ। এদিকে পরিবারের একমাত্র রোজগেরে ব্যাক্তির দুর্ঘটনায় জখম হওয়ার খবর পৌঁছাতেই উদ্বিগ্ন পরিবার।‌পরিবারে রয়েছে বৃদ্ধা মা-সহ স্ত্রী, তিন সন্তান। তিনি অসুস্থ হয়ে পড়ায় সংসার কীভাবে চলবে এই চিন্তায় এখন পরিবারের লোকেদের মধ্যে। জখম শ্রমিকের মেয়ে রিয়া খাতুন বলে, “আমার বাবা পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। এখন আমাদের কী হবে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। শুনছি বাবার কোমরে চোট পেয়েছে। রেলের কাছে চিকিৎসার দাবি জানাচ্ছি আমরা।”
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/উত্তরবঙ্গ/
Howrah-Mumbai Train Accident: দুর্ঘটনাগ্রস্থ ট্রেনে মালদহের পরিযায়ী শ্রমিক! কোমরে চোট
advertisement
advertisement