বারাসত, উত্তর ২৪ পরগনা : ছাত্রছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে উচ্চশিক্ষা দফতর। বিভিন্ন জেলাশাসকের অফিসের মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। নির্বাচনী ইস্তেহারে রাখার পরে তৃতীয়বার ক্ষমতায় এসেই এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে, শিক্ষাক্ষেত্রে তাঁদের এগিয়ে নিয়ে যেতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যা স্বল্প সুদে কিন্তু দীর্ঘ মেয়াদের শোধ করা যাবে। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন ছাত্রছাত্রীরা। সেই উপলক্ষে আজ বারাসত জেলাশাসকের দপ্তরেই উপলক্ষে আজ বারাসাত জেলাশাসকের দপ্তরে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আজ ২৫৬ জনের হাতে এই কার্ড তুলে দেওয়া হল। পাঁচটি ব্যাঙ্কের মাধ্যমে লোন পাবেন এই ছাত্র-ছাত্রীরা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড হাতে পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে। ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা : গোপন সূত্রের খবর পেয়ে নারকোটিক্স সেলের প্রতিনিধিদল, সিআইডি, জগদ্দল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ব্যারাকপুরের অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের রাহুটা মনসাতলা ক্রসিংয়ে একটি পণ্যবাহী গাড়ি থেকে উদ্ধার ৩০১ কেজি মাদক। ওড়িশা থেকে অবৈধভাবে নিয়ে আসা হচ্ছিল বলে জানা যায়। ধৃতদের নাম করুনা কারাবাগ (৩৮ বছর) সঞ্জিত বিশ্বাস(৩৮ বছর) সন্তোষ সিং (২৪ বছর) আকাশ সাঁতরা (২২ বছর)। অভিযুক্তদের ব্যারাকপুরের কোর্টে পেশ করা হয়। এই গাঁজা কোথায় কোথায় চালান করা হত সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিষয়টি তদন্তা করছে জগদ্দল থানা।