North 24 Parganas News- রেললাইনের ধারে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দত্তপুকুরের কাশিমপুর এলাকায়

Bangla Digital Desk | News18 Bangla | 12:57:08 PM IST Dec 20, 2021

দত্তপুকুর, উত্তর ২৪ পরগনা : এইদিন সকালে দত্তপুকুর কাশিমপুর এলাকায় রেললাইনের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। বনগাঁ-শিয়ালদহ শাখার দত্তপুকুর বামনগাছি স্টেশনের মাঝবরাবর, রেল লাইনের ধার থেকে সাতসকালে এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। সকাল বেলায় হাঁটতে বেড়িয়ে স্থানীয় একজনের হঠাৎ-ই নজরে আসে। রেললাইনের পাশে বসবাসকারী ওই ব্যক্তির নজরে আসার পরই সে সবাইকে জানায়। মৃতের বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ বছর। এখনও কোন পরিচয় জানা যায়নি। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন বারাসাত RPF। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। এর আগেও একই জায়গায় সৌরভ কান্ড ও বোমা আতঙ্ক হয়েছিল। রবিবার সকালে এমন ঘটনার পরেই আবার নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্হানীয়দের মধ্যে। তবে প্রথমিক অনুমান, ট্রেন থেকে পরে মৃত্যু ওই যুবকের। পরবর্তীতে জি আর পি এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

লেটেস্ট ভিডিও