এক নয়, দুই রাজ্যের ভোটার প্রাক্তন ভোটকুশলী এবং রাজনৈতিক নেতা প্রশান্ত কিশোর, এবার ভোটের আগে এই নিয়ে প্রশান্ত কিশোরকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। জনসুরজ পার্টির নেতার নাম রয়েছে বিহার ছাড়াও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। তিন দিনের মধ্যে তাকে প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দেওয়া গয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ১২১, কালীঘাট রোডের একটি ঠিকানায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের, ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদ পিটিআইতে প্রকাশিত খবর অনুযায়ী, সেন্ট হেলেন স্কুলের ভোট কেন্দ্রে তিনি ভোট দেন।