Afghanistan Indians Back: তালিবান আতঙ্ক কাটিয়ে মুক্তি, ভারতে ফিরলেন ১৬৮ জন, আরও ফেরার আশা!

Bangla Editor | News18 Bangla | 04:12:21 PM IST Aug 22, 2021

আফগানিস্তানে আটকে থাকা ১৬৮ জনকে উদ্ধার করে দিল্লি ফিরল ভারতীয় বায়ুসেনাবাহিনীর বিমান (Afghanistan Indians Back)। এর মধ্যে ১০৭ জন ভারতীয়। রবিবার সকালে দিল্লির কাছে হিন্দোন বিমানঘাঁটিতে অবতরণ করে বায়ুসেনার ওই বিমানটি। এর আগে অবশ্য রবিবার ভোরেই আরও তিনটি বিমানে কাবুল থেকে প্রায় একশোজন ভারতীয়কে উদ্ধার করে দিল্লিতে ফেরানো হয়েছে।

লেটেস্ট ভিডিও