ভূস্বর্গের দরজা খোলা। বরফে ঢাকা গুলমার্গ, টিউলিপ বাগানের হাতছানি। পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর কাশ্মীর কলিং। কিন্তু সেই ডাকে কি সাড়া দেবেন ভ্রমণপিপাসু বাঙালি? সংশয় কাটছে না টুর অপারেটরদের।