বাড়ি থেকে নগদ উদ্ধারের ঘটনায় আরও বিপাকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা৷ সংসদের আগামী বাদল অধিবেশনেই তাঁর বিরুদ্ধে ইমিপচমেন্ট প্রস্তাব আনতে পারে কেন্দ্রীয় সরকার৷ এলাহাবাদ হাইকোর্টের এই বিচারপতির দিল্লির বাসভবন থেকেই বিপুল পরিমাণে নগদ উদ্ধার করা হয়েছিল৷ সুপ্রিম কোর্টের নিযুক্ত তদন্ত কমিটিও ওই বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছিল৷ দিল্লির সরকারি বাসভবন থেকে থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের পর বিচারপতি ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছিল৷ জুলাই মাসের মাঝামাঝি সময়ে সংসদের বাদল অধিবেশন বসার কথা৷
Last Updated: May 28, 2025, 18:40 IST


