KKR News: রাসেলের বদলি পেয়ে গেল কেকেআর! অবলীলায় মারেন বিশাল বিশাল ছক্কা, তালিকায় কারা

Last Updated:
Kolkata Knight Riders: মঙ্গলবার আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। দুবাইয়ে বসতে চলেছে নিলামার আসর। এবার নিলামে যে দলগুলির উপর সবথেকে বেশি নজর তাদের মধ্যে অন্যতম কেকেআর।
1/6
মঙ্গলবার আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। দুবাইয়ে বসতে চলেছে নিলামার আসর। এবার নিলামে যে দলগুলির উপর সবথেকে বেশি নজর তাদের মধ্যে অন্যতম কেকেআর। নিলামের আগে দলের একাধিক মহাতারকাকে রিলিজ করেছে কলকাতা। তাদের মধ্যে অন্যতম আন্দ্রে রাসেল।
মঙ্গলবার আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। দুবাইয়ে বসতে চলেছে নিলামার আসর। এবার নিলামে যে দলগুলির উপর সবথেকে বেশি নজর তাদের মধ্যে অন্যতম কেকেআর। নিলামের আগে দলের একাধিক মহাতারকাকে রিলিজ করেছে কলকাতা। তাদের মধ্যে অন্যতম আন্দ্রে রাসেল।
advertisement
2/6
রাসেলের বিদায়ে কেকেআরের এক যুগের ইতিহাসের সমাপ্তি ঘটেছে। ১৭৪.৯৭ স্ট্রাইক রেটে ২৫৯৩ রান এবং ১২৩ উইকেট—এই পরিসংখ্যানই বলে দেয় কেকেআরে তার প্রভাব কতটা গভীর ছিল। তবে শেষ কয়েক মরশুমে তার ফর্মের পতন দলকে নতুন দিক খুঁজতে বাধ্য করেছে।
রাসেলের বিদায়ে কেকেআরের এক যুগের ইতিহাসের সমাপ্তি ঘটেছে। ১৭৪.৯৭ স্ট্রাইক রেটে ২৫৯৩ রান এবং ১২৩ উইকেট—এই পরিসংখ্যানই বলে দেয় কেকেআরে তার প্রভাব কতটা গভীর ছিল। তবে শেষ কয়েক মরশুমে তার ফর্মের পতন দলকে নতুন দিক খুঁজতে বাধ্য করেছে।
advertisement
3/6
এই অবস্থায় কেকেআর স্বাভাবিকভাবেই খুঁজছে এমন একজন অলরাউন্ডার, যিনি ব্যাট-বলে স্থিতিশীলতা এনে দলের ভারসাম্য ধরে রাখতে পারবেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবচেয়ে আলোচিত নাম হিসেবে উঠে আসছে দুই তারকা।
এই অবস্থায় কেকেআর স্বাভাবিকভাবেই খুঁজছে এমন একজন অলরাউন্ডার, যিনি ব্যাট-বলে স্থিতিশীলতা এনে দলের ভারসাম্য ধরে রাখতে পারবেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবচেয়ে আলোচিত নাম হিসেবে উঠে আসছে দুই তারকা।
advertisement
4/6
রাসেলের বদলি হিসেবে কেকেআরের প্ল্যানিংয়ে থাকতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল এবং লিয়াম লিভিংস্টোন। দু’জনই বহুমুখী, দু’জনই বড় শটের মারকাটারি ক্ষমতা রাখেন, আর দু’জনই স্পিন বোলিংয়ে দলকে বাড়তি সুবিধা দিতে পারেন।
রাসেলের বদলি হিসেবে কেকেআরের প্ল্যানিংয়ে থাকতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল এবং লিয়াম লিভিংস্টোন। দু’জনই বহুমুখী, দু’জনই বড় শটের মারকাটারি ক্ষমতা রাখেন, আর দু’জনই স্পিন বোলিংয়ে দলকে বাড়তি সুবিধা দিতে পারেন।
advertisement
5/6
তাদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলকে অনেকেই রাসেলের সবচেয়ে কাছাকাছি বিকল্প মনে করছেন। অভিজ্ঞতা, ম্যাচ জেতানোর ক্ষমতা, স্পিনের বিরুদ্ধে দাপট—সব মিলিয়ে তিনি আধুনিক টি-টোয়েন্টির সবচেয়ে সম্পূর্ণ অলরাউন্ডারদের একজন। ব্যাট হাতে আগ্রাসী শুরু থেকে বোলিংয়ে কার্যকর চার ওভার—সব ভূমিকা তিনি দক্ষতার সঙ্গে সামলাতে পারেন।
তাদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলকে অনেকেই রাসেলের সবচেয়ে কাছাকাছি বিকল্প মনে করছেন। অভিজ্ঞতা, ম্যাচ জেতানোর ক্ষমতা, স্পিনের বিরুদ্ধে দাপট—সব মিলিয়ে তিনি আধুনিক টি-টোয়েন্টির সবচেয়ে সম্পূর্ণ অলরাউন্ডারদের একজন। ব্যাট হাতে আগ্রাসী শুরু থেকে বোলিংয়ে কার্যকর চার ওভার—সব ভূমিকা তিনি দক্ষতার সঙ্গে সামলাতে পারেন।
advertisement
6/6
লিভিংস্টোনও সমানভাবে শক্তিশালী প্রার্থী। তার লং-রেঞ্জ হিটিং, লেগ-স্পিন ও অফ-স্পিন বোলিংয়ের দারুণ বৈচিত্র তাকে বিশেষ করে তোলে। তবে বড় ম্যাচে মানসিক দৃঢ়তা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকে ম্যাক্সওয়েলের অবস্থানই কিছুটা বেশি পোক্ত। তাই নতুন যুগে প্রবেশ করা কেকেআরের জন্য ম্যাক্সওয়েলই হতে পারেন রাসেলের সবচেয়ে উপযুক্ত উত্তরসূরি।
লিভিংস্টোনও সমানভাবে শক্তিশালী প্রার্থী। তার লং-রেঞ্জ হিটিং, লেগ-স্পিন ও অফ-স্পিন বোলিংয়ের দারুণ বৈচিত্র তাকে বিশেষ করে তোলে। তবে বড় ম্যাচে মানসিক দৃঢ়তা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকে ম্যাক্সওয়েলের অবস্থানই কিছুটা বেশি পোক্ত। তাই নতুন যুগে প্রবেশ করা কেকেআরের জন্য ম্যাক্সওয়েলই হতে পারেন রাসেলের সবচেয়ে উপযুক্ত উত্তরসূরি।
advertisement
advertisement
advertisement