Bank Merger: বড় খবর ! RBI -এর নোটিফিকেশন জারি, এই ৪ ব্যাঙ্কের মার্জার আজ থেকে শুরু

Last Updated:
Bank Merger News: বড়সড় সিদ্ধান্তে সিলমোহর দিল RBI। ৪টি কো-অপারেটিভ ব্যাঙ্কের মার্জার সোমবার থেকেই কার্যকর হচ্ছে। কোন কোন ব্যাঙ্ক যুক্ত হচ্ছে এবং গ্রাহকদের ক্ষেত্রে কী পরিবর্তন আসবে, তা জানানো হয়েছে এই প্রতিবেদনে।
1/6
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গুজরাতে মোট ৪টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের অনুমোদন দিয়েছে। এই মার্জারের পরে সেখানে ২টি ব্যাঙ্ক থাকবে। আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এই মার্জারের অনুমোদন দেওয়া হয়েছে। এই দুইটি সংযুক্তিকরণ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর বিধানের আওতায় অনুমোদন পেয়েছে এবং ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) গুজরাতে মোট ৪টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের অনুমোদন দিয়েছে। এই মার্জারের পরে সেখানে ২টি ব্যাঙ্ক থাকবে। আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এই মার্জারের অনুমোদন দেওয়া হয়েছে।এই দুইটি সংযুক্তিকরণ ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর বিধানের আওতায় অনুমোদন পেয়েছে এবং ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।
advertisement
2/6
প্রথম ক্ষেত্রে, RBI আমোদে অবস্থিত দ্য আমোদ নাগরিক কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-কে আহমেদাবাদে অবস্থিত দ্য ভুজ মার্চেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-এর সঙ্গে সংযুক্তিকরণ করার পরিকল্পনার অনুমোদন দিয়েছে।
প্রথম ক্ষেত্রে, RBI আমোদে অবস্থিত দ্য আমোদ নাগরিক কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-কে আহমেদাবাদে অবস্থিত দ্য ভুজ মার্চেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড-এর সঙ্গে সংযুক্তিকরণ করার পরিকল্পনার অনুমোদন দিয়েছে।
advertisement
3/6
এই অনুমোদনটি ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা ৪৪এ-এর উপধারা ৪, ধারা ৫৬-এর সঙ্গে মিলিয়ে প্রদান করা হয়েছে। এই সংযুক্তিকরণ কার্যকর হলে, ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে দ্য আমোদ নাগরিক কো-অপারেটিভ ব্যাঙ্কের সমস্ত শাখা দ্য ভুজ মার্চেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্কের শাখা হিসেবে কাজ করবে।
এই অনুমোদনটি ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা ৪৪এ-এর উপধারা ৪, ধারা ৫৬-এর সঙ্গে মিলিয়ে প্রদান করা হয়েছে। এই সংযুক্তিকরণ কার্যকর হলে, ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে দ্য আমোদ নাগরিক কো-অপারেটিভ ব্যাঙ্কের সমস্ত শাখা দ্য ভুজ মার্চেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্কের শাখা হিসেবে কাজ করবে।
advertisement
4/6
RBI একটি পৃথক নির্দেশে আহমেদাবাদে অবস্থিত অমরনাথ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে একই শহরের কালুপুর কমার্শিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের সঙ্গে স্বেচ্ছামূলক সংযুক্তিকরণে অনুমোদন দিয়েছে। এই অনুমোদনটিও ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের একই বিধানের আওতায় দেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ীও মার্জার ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
RBI একটি পৃথক নির্দেশে আহমেদাবাদে অবস্থিত অমরনাথ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে একই শহরের কালুপুর কমার্শিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের সঙ্গে স্বেচ্ছামূলক সংযুক্তিকরণে অনুমোদন দিয়েছে।এই অনুমোদনটিও ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের একই বিধানের আওতায় দেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ীও মার্জার ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।
advertisement
5/6
দ্বিতীয় মার্জার কার্যকর হওয়ার পর অমরনাথ কো-অপারেটিভ ব্যাঙ্কের সমস্ত শাখা কালুপুর কমার্শিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্কের শাখা হিসেবে কাজ করবে। উভয় মার্জার সংস্থার অনুমোদন পেয়েছে এবং একই তারিখ থেকে তা কার্যকর করা হবে।
দ্বিতীয় মার্জার কার্যকর হওয়ার পর অমরনাথ কো-অপারেটিভ ব্যাঙ্কের সমস্ত শাখা কালুপুর কমার্শিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্কের শাখা হিসেবে কাজ করবে। উভয় মার্জার সংস্থার অনুমোদন পেয়েছে এবং একই তারিখ থেকে তা কার্যকর করা হবে।
advertisement
6/6
RBI-এর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুইটি মার্জার স্বেচ্ছামূলক এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির সম্মতির ভিত্তিতেই করা হচ্ছে। এই সিদ্ধান্তগুলির ফলে গুজরাতের সমবায় ব্যাঙ্কিং ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন দেখা যাবে। ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে এই ব্যাঙ্কগুলির সমস্ত শাখা নতুন ব্যবস্থার অধীনে কাজ শুরু করবে।
RBI-এর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুইটি মার্জার স্বেচ্ছামূলক এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির সম্মতির ভিত্তিতেই করা হচ্ছে। এই সিদ্ধান্তগুলির ফলে গুজরাতের সমবায় ব্যাঙ্কিং ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন দেখা যাবে। ১৫ ডিসেম্বর ২০২৫ থেকে এই ব্যাঙ্কগুলির সমস্ত শাখা নতুন ব্যবস্থার অধীনে কাজ শুরু করবে।
advertisement
advertisement
advertisement